
সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে শীতকালীন সবজির দাম তলানিতে পৌঁছেছে। বিভিন্ন সবজি মাত্র ১০ টাকায় বিক্রি হচ্ছে। নামমাত্র মূল্যে ক্রেতাদের ডেকে ডেকে সবজি বিক্রি করছেন বিক্রেতারা।
শুক্রবার (২৭ ডিসেম্বর) বাজার ঘুরে দেখা যায় সবচেয়ে কম দামে বিক্রি হচ্ছে ফুলকপি। প্রতি কেজি মাত্র ১০ টাকা। বাঁধাকপি প্রতি পিসও বিক্রি হচ্ছে মাত্র ১০ টাকায়। সস্তায় সবজি পেয়ে খুশি ক্রেতারা। অন্যদিকে দামের এমন পতনে হতাশ চাষিরা।
বাজারে নতুন টমেটো প্রতি কেজি ৪০ টাকা, মুলা ১৫ টাকা, শিম ২০-২৫ টাকা, বরবটি ৪০ টাকা, কাঁচামরিচ ৫০ টাকা এবং পেঁপে ২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
বেসরকারি চাকরিজীবী নাজমুল হাসান জানান, গত সপ্তাহে যে সবজি ৫০-৭০ টাকায় কিনতে হতো, এখন তা মাত্র ২০-৪০ টাকায় পাওয়া যাচ্ছে। বাজারে সরবরাহ বেশি হওয়ায় দাম এত কমেছে।
বিক্রেতারা জানান, চাষাবাদের খরচ তুলতে না পারায় তাদের আর কোনো উপায় নেই। তাই কম দামে বিক্রি করে সবজি খালি করতে বাধ্য হচ্ছেন। এভাবে ডেকে ডেকে ১০ টাকায় সবজি বিক্রির কারণে ক্রেতারা যেমন উপকৃত হচ্ছেন, আর চাষিরা ন্যায্য মূল্য না পাওয়ায় কষ্ট প্রকাশ করেছেন।